লবণ-জলে পিচ্ছিল বাঁশখালী সড়ক

দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

| বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাঁশখালী সড়কে লবণবাহী গাড়ির পানিতে পিচ্ছিল সড়কে অহরহ দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাঁশখালী কর্মজীবী কল্যাণ পরিষদ। গতকাল বুধবার বাঁশখালীস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে পরিষদের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, বাঁশখালীর গণ্ডামারা এলাকায় লবণের মাঠ থেকে চট্টগ্রাম-বাঁশখালী সড়ক দিয়ে রাত্রিকালীন বিভিন্ন কারখানায় লবণ নিয়ে যাওয়া হচ্ছে। ফলে লবণবাহী গাড়ির পানি পড়ে রাস্তা পিচ্ছিল হচ্ছে প্রতিনিয়ত। রাতে আবার কুয়াশা পরে লবণের পানির সাথে সংমিশ্রণ হয়ে আরো মারাত্মক আকার ধারণ করে রাস্তা পিচ্ছিল হওয়ায় প্রতিনিয়ত অহরহ দুর্ঘটনা ঘটছে। বক্তারা লবণের গাড়ি চলাচল বন্ধে জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন, পরিষদের ইসমাইল হোসেন, নিয়ত আলী, লিটন মিয়া, এসকান্দর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেজুরতলায় খাজা মঈনুদ্দিন চিশতীর ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রকৌশলী আলী আশরাফ লাইফ সাপোর্টে