লন্ডনে চট্টগ্রামবাসীর উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত

| শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ৫ম আয়োজন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, চট্টগ্রাম উৎসব ও মিলনমেলা গত ৭ জুলাই পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

জিসিএ প্রেসিডেন্ট আখতারুল আলমের সভাপতিত্বে আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি ওসমান ফয়সাল, সাবেক প্রেসিডেন্ট ইসহাক চৌধুরী, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, আলী রেজাসহ সংগঠনের ট্রাস্টি, এডভাইজরি ও ক্যাবিনেট সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের নানা পর্বের সঞ্চালনায় ছিলেন নূরুন্নবী আলী, মাসুদুর রহমান, নিগাত সোলতানা, মিফতাহুল জান্নাত, মাহবুব আলম ও শহিদুল ইসলাম সাগর। দ্বিতীয় পর্বে জিসিএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন ট্রাস্টি বোর্ড ও এডভাইজারি কমিটিকে এবং প্রেসিডেন্ট আখতারুল আলম ইসি কমিটিকে পরিচয় করিয়ে দেন। অন্যান্যের মধ্যে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, আরশাদ মালেক, আলী রেজা, রাজ্জাকুল হায়দার বাপ্পী, হাসান আনোয়ার, ব্যারিস্টার শওকত আলী, টিংকু চৌধুরী, অনুপম সাহা, আবু রায়হান শাকিল, লুতফুন নাহার লীনা, আসমা আলম, ফয়সাল আনোয়ার, শেখ নাছের, ইব্রাহিম জাহান, মোরশেদ, মোহাম্মদ ইসলাম, ফসি উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের তৃতীয় পর্বে গুণীজন সম্মাননা ও স্পন্সর অ্যাওয়ার্ড পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কায়সার ও এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ব্রিটেন, ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আগত প্রায় ৩ হাজার অতিথির অংশগ্রহণে চাটগাঁইয়া মেজবানি খাবার, কমিনিউনিটি অ্যাওয়ার্ড ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল ফকির শাহাবুদ্দিন, পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, মিরাক্কেল খ্যাত কমেডিয়ান আরমান, মাধবী খ্যাত নন্দিত শিল্পী আতিক হাসান, হিমাংশু গোস্বামী, লাবণী বড়ুয়া, মীর রাশেদ আহমেদ, এম এ মোস্তফা, তাহমিনা শিপু, শ্রেয়সী দাস, আই অন বাংলা স্কুল, পার্পল নাইট ব্যান্ডসহ স্থানীয় শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর পৌরসভায় ৪টি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবিতে আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বৃদ্ধির দাবিতে অবস্থান