গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের চতুর্থ মিলন মেলায় আজীবন সম্মাননা পেলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন। গত ৯ অক্টোবর মে ফেয়ার হলে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের এই মেলা অনুষ্ঠিত হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এসোসিয়েশনের কার্যকরী কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ ইসহাক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার। সম্মাননা স্মারক ঘোষণা পাঠ করেন কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টি বোর্ড সদস্য কাউন্সিলর সাঈদ ফিরোজ গণি। এছাড়া আরও ৭ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।