লতিফপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধূরী। গতকাল রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। প্রধান অতিথি আসলাম চৌধুরী বিদ্যালয় পৌছালে শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। বক্তব্য রাখেন সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, সদসদ্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রানা বনিক, ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমায়ার অদৃশ্য সুতোয় বাঁধা জীবন
পরবর্তী নিবন্ধনগরীর বিবিরহাটে নিখোঁজ কিশোরী হাটহাজারীতে উদ্ধার