উপসাগরীয় ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে প্রথম পুরস্কার ১ কোটি ৫০ লাখ দিরহাম জিতেছেন ফটিকছড়ির এক প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৯ কোটি ৩২ লাখ টাকার বেশি। স্থানীয় সময় গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশি প্রবাসী নুর মিয়া শামশু মিয়ার নাম উঠে। তার বাড়ি ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।
জানা যায়, টিকিটটি নূর মিয়া শামশু মিয়ার নামে কেনা হলেও সেটি কিনেছিলেন মূলত ৩৬ জন প্রবাসী মিলে। ফলে প্রাপ্ত টাকা তারা সবাই ভাগ করে নেবেন। নূর মিয়াসহ অন্যরা সবাই থাকেন আমিরাতের আল–আইন শহরে। তাদের কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নূর মিয়া শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপক রিচার্ড এবং বুচরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামশু মিয়া ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।
৩৬ জনের মধ্যে টিকিট জেতা সোহেল মনি নামের একজন জানান, আমরা ৩৬ জন মিলে বিগ টিকিট কিনেছিলাম। যেহেতু টিকিটটা একজনের নামে নিতে হয় তাই নূর মিয়া শামশু মিয়ার নামে এ মাসে টিকিটটা কিনেছি। গত চার–পাঁচ বছর ধরে আমরা একেকবার একেকজনের নামে টিকিট কিনেছিলাম। এবার লটারি জিতে গেলাম। ভাগ্য কখন খুলে যায় বলা যায় না। আমরা সবাই আনন্দিত।
নূর মিয়া শামশু মিয়া জানান, ৩৬ জন মিলে টিকিট কিনেছি আমার নাম দিয়ে। তবে টাকা দিয়েছিলাম আমি সবার চেয়ে কম। এরপরেও লটারি জিতায় আমি অনেক আনন্দিত।