লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ল

ধর্মঘট প্রত্যাহার

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সরকার ডিজেলের দাম বাড়ানোয় বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ল। নৌপথে লঞ্চে ভ্রমণে ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা এখন হয়েছে ২ টাকা। ১০০ কিলোমিটারের কম দূরত্বে ভাড়া বাড়ল ৩৫ শতাংশ আর এর বেশি দূরত্বে ভাড়া বাড়ল ৪২ শতাংশ। এছাড়া সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে গতকাল রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হয়েছে। খবর বিডিনিউজের।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ার পর লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়ে শনিবার থেকে ধর্মঘট করছিলেন। এই পরিস্থিতিতে গতকাল লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক নতুন ভাড়ার হার সাংবাদিকদের জানান। ডিজেলের দাম বাড়ায় এদিন বাসের ভাড়াও ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয় বিআরটিএতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা
পরবর্তী নিবন্ধসেই র‌্যাম্প দিয়ে যান চলাচল শুরু