লখনৌ সুপার জায়ান্ট এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অথচ এই ম্যাচে একটি দলের অন্তত শীর্ষে ওঠার সুযোগ ছিল। সেটা লখনৌ কিংবা চেন্নাইয় যে দল জয় পেতো। কিন্তু তা হতে দিলো না শেষ পর্যন্ত বৃষ্টি। কিন্তু ম্যাচটি শেষ হতে পারলো না। বৃষ্টিতে ভেসে গেলো। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে দু’দলকেই।
১০ ম্যাচ শেষে এখন ১১ পয়েন্ট করে দুই দলের। তবে রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে লখনৌ এবং পিছিয়ে থাকার কারণে তিন নম্বরে চেন্নাই। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিলো লখনৌ। প্রথম থেকেই চেন্নাইয়ের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে লখনৌয়ের ব্যাটাররা। মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। তবে নিকোলাস পুরান এবং আয়ুস বাদোনির ব্যাটে ঘুরে দাঁড়ায় লখনৌ। দুজনে গড়েন ৫৯ রানের জুটি। ৩১ বলে ২০ রান করে আউট হন পুরান। ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন আয়ুস বাদোনি।
শেষ পর্যন্ত ১৯.২ ওভারে লখনৌ ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলাই শুরু করা যায়নি। বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।