নিখোঁজের ৭ দিন পর লক্ষ্মীপুরের গৃহবধূ মোহনা আক্তারকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর অভিযোগ, এর পেছনে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন জড়িত আছে। তবে পুলিশ বলছে, কাউকে কিছু না বলে তিনি চাকরি করার উদ্দেশ্যে চট্টগ্রামে চলে আসেন। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নগরীর পাহাড়তলী থানার ৯নং ওয়ার্ডের দুলাল হোসেন কলোনির একটি সেমিপাকা ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এনে মোহনাকে তার মা কামরুন নাহারের জিম্মায় দেয় পুলিশ। বর্তমানে ওই গৃহবধূ তার মায়ের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মোবাইল কল ট্র্যাকিংয়ের মাধ্যমে চট্টগ্রামে গিয়ে মোহনাকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত যা ধারণা করছি, গৃহবধূ মোহনা পরিবারের কারও কাছে কোনো ভরসা না পাওয়ায় চাকরি করার উদ্দেশ্যে চট্টগ্রামে চলে যায়। পরে মহিলা পুলিশসহ বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
সাত দিন আগে মোহনা রামগঞ্জের সান্দানপুর স্বামীর বাড়ি থেকে চট্টগ্রাম এসে নামেন। কেন তিনি চট্টগ্রামে এলেন আর কীভাবেই বা এলেন; তার কোনো সদুত্তর এখন পর্যন্ত পায়নি পুলিশ।