লক্ষ্মীপুরকে হারিয়ে শুভসূচনা চট্টগ্রামের

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম খেলায় তারা জয় পেয়েছে। গতকাল রোববার নোয়াখালী ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম মাহির শাহরিয়ারের অলরাউন্ড নৈপুণ্যে ২ উইকেটে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে পাঠায় লক্ষ্মীপুর জেলা দলকে।

৩৮ ওভার খেলে ১১৭ রান সংগ্রহ করে সব উইকেট হারায় লক্ষ্মীপুর জেলা দলের হয়ে সর্বোচ্চ রান করেন আহাদ হোসেন ২০। এছাড়া সৈয়দ সিফাতুল ইসলাম ১৮, ফোরকানউদ্দিন ১৭, সাকিব আল হাসান ১৪, লুৎফুর রহমান ১৩ এবং মেহেদি হাসান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। চট্টগ্রামের হয়ে মাহির শাহরিয়ার ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া মেহরাব খান এবং তুহিন ফরহাদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান জুয়েল খান এবং মো. ইব্রাহীম। জবাব দিতে নেমে চট্টগ্রাম জেলা দল ৩৭.২ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। ৮ উইকেট হারিয়ে তারা ১২১ রান তুলে নেয়। মাহির শাহরিয়ার ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ রানে অপরাজিত থাকেন। এছাড়া আহনাফ ১২, সাদমান ইসলাম ১১ রান করেন। মিডল অর্ডারে কেউ সুবিধা করতে না পারলেও মাহির দৃঢ়তার সাথে ব্যাট ধরেন। অতিরিক্ত থেকে আসে চট্টগ্রামের সর্বোচ্চ ৩৩ রান। লক্ষ্মীপুর ২৩ রান দেয় ওয়াইড থেকে। লক্ষ্মীপুর জেলা দলের সৈয়দ সিফাতুল ইসলাম ১৬ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান হৃদয় হাসান, খালেদ হাসান এবং মেহরাবুল হক। চট্টগ্রাম তাদের পরের ম্যাচ খেলবে আগামীকাল ১৭ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে। এর পর ২০ জানুয়ারি রাঙ্গামাটির মোকাবেলা করবে চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশিকলবাহায় শাহ্‌ অহিদিয়া স্পোর্টস ক্লাবের শীতকালীন ক্রীড়া উৎসব শুরু
পরবর্তী নিবন্ধলিটল ব্রাদার্সের সভা অনুষ্ঠিত