লক্ষ্মীপুর যুবলীগের আহ্বায়ক চট্টগ্রামে গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি

| শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৩৮ পূর্বাহ্ণ

র‌্যাব৭ লক্ষ্মীপুর জেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্রজনতা হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রাশেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে। খবর বাসসের।

চট্টগ্রামে নিয়োজিত র‌্যাব৭ গতকাল শুক্রবার জানায়, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা সদরের ঝুমুর মোড়ে লক্ষ্মীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদসহ প্রায় দুইশ’ সন্ত্রাসী সমাবেশে হামলা চালিয়ে শিক্ষার্থী আফনানকে হত্যা করে। শতশত ছাত্র জনতা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী সাব্বির (২৫) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুরবণ করে। আসামিরা মিছিলে অংশগ্রহণকারী ছাত্র ওসমান গণি ও শিবলুসহ মোট পাঁচজনকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এছাড়াও, আসামিরা ছাত্র জনতার ওপর লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে হালা করে অনেককে মারাত্মক জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

নিহত সাব্বিরের পিতা বাদী হয়ে গত ১৪ আগস্ট লক্ষ্মীপুর সদর থানায় ৯১ জন এবং অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন সিডিএ এলাকার একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষীপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রাশেদকে (৩৫) আটক করেছে। তাকে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাহাড়ে সহিংসতা, নগরে বিক্ষোভে শাস্তির দাবি