করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করায় ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২০ সালে লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত পার্টিতে যোগ দেওয়ার কথা স্বীকার করে এর জন্য ক্ষমা চেয়েছেন তিনি। লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটের বাগানে কেন মদপানের পার্টিতে উপস্থিত ছিলেন তা নিয়ে রাজনীতিবিদদের তীব্র সমালোচনার শিকার হচ্ছেন জনসন। কনজারভেটিভ এবং বিরোধীদলের এমপি’রা তার কাছে কৈফিয়ত চেয়েছেন।
জনসন মহামারীকালের বিধিনিষেধকে তাচ্ছিল্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তার পদত্যাগও দাবি করছেন অনেকেই। এ পরিস্থিতির মধ্যেই জনসন বুধবার প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, তিনি ওই পার্টিতে অংশ নিয়েছিলেন। এরপরই ক্ষমা চেয়েছেন তিনি।
তবে প্রধানমন্ত্রীর দাবি, তিনি তখন মনে করেছিলেন ওই পার্টি অফিসের কাজেরই একটি অনুষ্ঠান। তারপরও হাউজ অব কমনসে আইনপ্রণেতাদেরকে জনসন বলেন, আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাই। তিনি যা করেছেন সেজন্য অনেকেই তার এবং তার সরকারের কেলেঙ্কারির জন্য ক্ষ্যাপা হয়ে আছেন- সেকথা জানেন বলেও উল্লেখ করেছেন জনসন। তিনি বলেন, এমনকিছু বিষয় আছে যেটা আমরা ঠিক করিনি। আর তাই আমাকে এর দায় নিতেই হবে।