করোনার দ্বিতীয় ঢেউয়ে রোগীর সেবা ও মৃতের দাফন কাজে সহায়তা দিতে প্রস্তুতিসভা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল দুপুর ১২টায় সংগঠনের দিদার মার্কেটের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। সঞ্চালনায় ছিলেন মহাসচিব শাহজাদ ইবনে দিদার।
পরামর্শ দেন মৃতের দাফন এবং রোগী সেবা কার্যক্রমের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, কেন্দ্রীয় অর্থ সচিব কমর উদ্দিন সবুর, আহসান হাবিব হাসান প্রমুখ। সভায় শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সেবার পরিধি সমপ্রসারণ, ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহসহ লকডাউনে দেড় লাখ পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আসন্ন রমজানে ইফতার মাহফিলের পরিবর্তে ঘরে ঘরে কাঁচা ইফতার ও সাহরী পৌঁছে দিতে প্রতিটি জেলা ও ইউনিটকে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।