লকডাউনে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া যাবে যেভাবে

উদ্বেগের কিছু নেই

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

করোনার প্রথম ডোজ নিয়ে যারা লকডাউনের কারণে ঢাকাসহ চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলায় আটকা পড়েছেন, তারা দ্বিতীয় ডোজ কীভাবে দেবেন তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। ১৪ এপ্রিল থেকেও এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের চিন্তা দেওয়া হয়েছে। বন্ধ থাকবে গণপরিবহন। তাই ২০ তারিখের আগে অনেকের পক্ষে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার সুযোগ নেই।
এ অবস্থায় ১২ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত যাদের দ্বিতীয় ডোজের তারিখ পড়েছে তারা কীভাবে টিকা নেবেন তা নিয়ে প্রশ্ন অনেকের। আবার যারা চাকরির কারণে বদলি হয়েছেন, একই প্রশ্ন তাদেরও। তবে এই বিষয়ে উৎকণ্ঠার কিছু নেই বলে জানিয়েছে ॥স্বাস্থ্য অধিদপ্তর।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর আজাদীকে বলেন, লকডাউনের খবর শুনেছি, কিন্তু এখনো ঘোষণা হয়নি। নিয়ম হচ্ছে কেউ টিকা দেওয়ার জন্য বের হলে টিকা কার্ড দেখালেই ছেড়ে দেবে। লকডাউন ঘোষণা হলে এই ব্যাপারে আমাদের মতামত চাওয়া হবে। আমরা সেটা প্রজ্ঞাপনে উল্লেখ করে দেব। টিকা কার্ড দেখালে যে কেউ টিকা দিতে যেতে পারবেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, টিকার প্রথম ডোজ নেওয়ার পর যারা বিভিন্ন জায়গায় আটকে আছেন লকডাউন শেষ হলে তারা এসে সংশ্লিষ্ট কেন্দ্রে দ্বিতীয় ডোজ দিতে পারবেন। আর লকডাউনের মধ্যে যারা দ্বিতীয় ডোজ দিতে চান তারা টিকার কার্ডটি দেখালেই হবে, যেতে পারবেন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেছেন, পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। কোনো সংকট নেই। প্রথম ডোজ নিয়ে যারা লকডাউনের কারণে ঢাকাসহ চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলায় আটকে পড়বেন, লকডাউন শেষ হলে ফিরে এসে তারা টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে তর্কাতর্কির পর গুলিতে নিহত ১
পরবর্তী নিবন্ধএটা তার ব্যক্তিগত ব্যাপার