লকডাউনে কর্মহীন মানুষের পাশে

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন মানুষের জন্য আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ১২নং সরাই পাড়া ওয়ার্ড ও ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। প্রধান অতিথি বলেন, ‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মহানগরের ৪১টি ওয়ার্ড, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, করোনা রোগীদের জন্য অঙিজেন সরবরাহ সহ করোনা ভাইরাসরোধে বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম, ১২নং সরাই পাড়া ওয়ার্ড এর কাউন্সিলর নুরুল আমিন, সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মজিবুর রহমান, সাইফুল হাবিব, আব্দুর রাজ্জাক দুলাল, জাহাঙ্গীর কোম্পানী, হাজী বেলাল প্রমুখ। এতে করোনা ভাইরাস হতে মুক্তির জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

১১নং ওয়ার্ড
করোনার ক্রান্তিকালে দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইলের সার্বিক সহযোগিতায় হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াব আলী মিয়া, নুরুজ্জামান সান্টু, মাহবুব আলম, মো. ফরিদ, পারভিন আক্তার, কে.এম.শরীফ, হাজী মনজু, কুতুব উদ্দীন আলী, আবু তৈয়ব, মিন্টু প্রমুখ।
১৭নং ওয়ার্ড
পশ্চিম বাকলিয়ায় কর্মহীন, অসহায়, দুস্থ ২০০ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সরকার। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পরিবার প্রতি ৫০০ টাকা করে এই অর্থ প্রদান করা হয়। অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ শহিদুল আলম। উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবদুল হান্নান, ৩নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আলম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রানা, নুরুল আক্কাস, মোহাম্মদ ইলিয়াছ, আবু তাহের, শের মোহাম্মদ, আমজাদ, ওমর ফারুখ সনেট, আব্দুল জলিল মুন্না, সমর দাস, রাহুল দাস, জয় সেন, শ্রমিক নেতা সোহেল আহমদ শেলু। অর্থ বিতরণকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, করোনাকালে জীবন জীবিকা আজ সংকটাপন্ন। সমাজের বিত্তবানদেরও উচিত গরীব অসহায়দের পাশে থাকা।

রাউজান
লডডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া রাউজানের মানুষের পাশে থেকে সহায়তা দেয়া অব্যাহত রাখতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী রাউজান পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে জনপ্রতিনিধিগণ এখন নিজ নিজ এলাকায় মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া অব্যাহত রেখেছেন। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন সাংসদের অর্থ ও খাদ্য সহায়তার পাশাপাশি ফজলে করিম চৌধুরী ফাউেণে্ডশনের পক্ষে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরীও খাদ্য সহায়তা করে আসছে দুস্থ পরিবারে। তিনি দুস্থদের ঘরে মৌসুমী ফলও পাঠাচ্ছেন তার গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্ট্রাল বয়েজের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। এছাড়া সাংসদের পক্ষে পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে দেয়া হচ্ছে কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা। এর বাইরে এই উপজেলার কর্মহীন পরিবার সমূহ পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেয়া নগদ টাকা। উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.সরোয়ার্দ্দি সিকদার ও পাহাড়তলীর চেয়ারম্যান রোকন উদ্দিন জানিয়েছেন তারও ইউনিয়নে নিয়মিত খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া অব্যাহত রেখেছেন। পৌর কাউন্সিলর জানে আলম জনি জানিয়েছেন পৌরসভার পক্ষেও ন্যায্যমূল্যের পন্য বিক্রি অব্যাহত রাখা হয়েছে।

গুমানমর্দন বালুখালী ইউনিয়ন
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পীর সার্বিক ব্যবস্থাপনায় গুমানমর্দন ইউনিয়নের বালুখালীতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। তিনি বলেন, সরকার করোনাকালীন সময় ইউনিয়ন পর্যায়ে গরীব দুস্থদের জন্য খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, লায়ন রিমন মুহুরী, আনোয়ারুল আজিম, মোহাম্মদ শফিউল আলম, আবু মোহাম্মদ ইয়াাহিয়া, রায়হান উদ্দিন, মহিম উদ্দিন মুন্না বিকাশ বড়ুয়া, আব্দুল মান্নান প্রমুখ।

খাগড়াছড়ি ওলামা লীগ
মহামারী পরিস্থিতিতে আলেম ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৪০ জন আলেম ওলামার হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এ সময় চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা ওলামা লীগের আহবায়ক হাফেজ মো. নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম। এ সময় জেলা আলহাজ্ব রফিক উদ্দিন, বিশ্বজিত রায় দাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, করোনা মহামারি মোকাবেলায় সকলকে আরো সচেতন হতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে সকলকে সচেতন করে তোলার আহবান জানান নেতৃবৃন্দরা।

পূর্ববর্তী নিবন্ধজনস্বাস্থ্যের উন্নতি সাধনের বিষয়ে লক্ষ্য রাখতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতালের করোনা টিকা নিবন্ধন বুথ চালু