লকডাউন : কক্সবাজারে আজ থেকে আরও কড়াকড়ি

রামু ও কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

পর্যটন শহর কক্সবাজারে আজ মঙ্গলবার থেকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসনের ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে কক্সবাজারে পৌর আওয়ামী লীগ ও পৌরসভার ১৮০ জন স্বেচ্ছাসেবক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ। সভা পরিচালনা করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি ও কন্টাক্ট ট্রেসিংয়ের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নজিবুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, ওয়াহিদ মুরাদ সুমন প্রমুখ বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, কক্সবাজারে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। পরিস্থিতি এখন থেকে নিয়ন্ত্রণ করা না গেলে আরও ভয়াবহ আকার ধারণ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে করোনার ছোবল থেকে রক্ষা করতেই এ ধরনের কড়াকড়ি আরোপের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাসন্তী পূজায় মহাসপ্তমী উদযাপন
পরবর্তী নিবন্ধকথা ছিল লকডাউন শেষে বাড়ি ফেরার