লংগদুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মায়ের মৃত্যু, শিশু আহত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নারগিস আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঐ দুর্ঘটনায় আহত হয়েছে তার কন্যা শিশু নাদিয়া ()। লংগদু পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগাচতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গাউসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিহত নার্গিস আব্দুর রউফের মেয়ে এবং একই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে বিদ্যুৎ না থাকায়, দুপুরের পরে বিদ্যুৎ আসলে বিদ্যুতের সুইচ বোর্ডে হাত দিলে বিদ্যুতের শর্ট লেগে ঘটনাস্থল থেকে ছিটকে পড়ে বাম হাতের কব্জি ভেঙে যায় নারগিসের। ঐ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।একই সময় তার ছোট মেয়ে নাদিয়া আক্তার () সাথে থাকায় মেয়েটির পা পুড়ে যায়। পরে একই সাথে মামেয়েকে হাসপাতাল নিয়ে আসলে মা মারা যায়। আর ছোট শিশু নাদিয়াকে চিকিৎসা নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসের মামলা শুনতে হাই কোর্টে নতুন বেঞ্চ নির্ধারণ
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী বাস থেকে বিপন্ন প্রজাতির ‘চশমাপরা হনুমান’ উদ্ধার