‘লং মার্চ টু বাফুফে’ আজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের পক্ষ থেকে সকল সমর্থকগোষ্ঠী এবং সাধারণ ফুটবল সমর্থকদের নিয়ে আজ রোববার ‘লং মার্চ টু বাফুফে’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। কাজী সালাউদ্দিন ছাড়াও আব্দুস সালাম মুর্শেদী এবং মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ চেয়েছিল তারা। এর মধ্যে শুধু সালাম মুর্শেদী পদত্যাগ করেছেন। লং মার্চ সফল করতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল্ট্রাস। বিজ্ঞপ্তিতে ‘আলট্রাস’ সংগঠনের পক্ষ জানানো হয়, ‘আমরা কাজী সালাহউদ্দিনসহ আরও দুইজনের পদত্যাগ চেয়ে শনিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এখন পর্যন্ত একজন পদত্যাগ করলেও কাজী সালাহউদ্দিন এবং মাহফুজা আক্তার কিরণ পদত্যাগ করেননি। আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা যদি পদত্যাগ না করে আগামীকাল অর্থাৎ রোববার আমরা লং মার্চ টু বাফুফের ডাক দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধনারী ফুটবলে ব্রোঞ্জ জিতলো জার্মানি
পরবর্তী নিবন্ধনারী হকিতেও নেদারল্যান্ডসের স্বর্ণ জয়