র‌্যাবের মহাপরিচালক করোনায় আক্রান্ত

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ১১ নভেম্বর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শারীরিকভাবে সুস্থ থাকলেও দ্রুত করোনামুক্ত হতে গতকাল ১২ নভেম্বর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন র‌্যাবের ডিজি। এদিন চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র‌্যাবের ডিজির করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। খবর বাংলানিউজের।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, শারীরিকভাবে অসুস্থবোধ করায় নমুনা পরীক্ষা করান র‌্যাবের ডিজি। বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও জানান, শারিরীকভাবে র‌্যাব ডিজি সুস্থ রয়েছেন। দ্রুত সেরে উঠতে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য র‌্যাবের ডিজি সবার কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল ওহাব চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধতওবার মাধ্যমেই মানুষ যাবতীয় গুনাহ থেকে পবিত্র হতে পারে