র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলেন তামিম

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তামিম ইকবাল। উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মোমিনুল হকেরও। শ্রীলংকা-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ও পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাল্লেকেলেতে ড্র হওয়া প্রথম টেস্টে ৯০ ও অপরাজিত ৭৪ রান করে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছিলেন তামিম। ২০৯ রানে হেরে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হন ৯২ রানে, দ্বিতীয় ইনিংসে করেন ২৪ রান। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দুই ইনিংসে ৪০ রান করে করা মুশফিক এক ধাপ এগিয়ে আছেন ২১তম স্থানে। মোমিনুলের ব্যাট থেকে এসেছে ৪৯ ও ৩২ রানের ইনিংস। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়কও এগিয়েছেন এক ধাপ। আছেন ৩০ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধনতুন শুরুর স্বপ্ন দেখছেন সৌম্য সরকার
পরবর্তী নিবন্ধওয়ানডে সিরিজে গিবসনকে পাচ্ছে না টাইগাররা