র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন আফিফ ও সাকিব তাসকিন

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে দল হারলেও ব্যাট হাতে ভালোই ছিল আফিফ হোসেনের পারফরম্যান্স। লড়াই করেছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহও। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের। বোলারদের তালিকায় অনেক বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। এশিয়া কাপের গ্রুপ পর্বে গত বৃহস্পতিবার লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। ওই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন আফিফ। ২২ বলের ইনিংসে মারেন ২ ছক্কা ও চারটি চার। র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। গত সপ্তাহের হালনাগাদে ৫৭ নম্বরে থাকা আফিফ এখন ৫০তম স্থানে আছেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান মাহমুদউল্লাহর। লঙ্কানদের বিপক্ষে একটি করে চার-ছক্কায় ২২ বলে ২৭ রান করা সাবেক অধিনায়কের উন্নতি ২ ধাপ। এখন আছেন ৩৬ নম্বরে। ৩ চারে ওই ম্যাচে সাকিব করেন ২২ বলে ২৪ রান। তাতে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন ৬৭তম স্থানে।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবিসিআইসির বড় হার কোয়ালিটির কাছে