র‌্যাংকস এফসির সাথে এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে র‌্যাংকস এফসি। গতকাল শনিবার র‌্যাংকস এফসির কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। র‌্যাংকস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন ও এপিক হেলথ কেয়ারের পক্ষে সিওও ডা. মো. এনামুল হক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে র‌্যাংকস এফসির রঞ্জিত দে, ম্যানেজার এইস আর এন্ডমিন ও এপিকের পক্ষে জসিম উদ্দিন, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট, জহির রায়হান, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড, সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার-কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে র‌্যাংকস এফসি প্রপার্টিজের সকল কর্মকর্তা-কর্মচারীগণ, ফ্ল্যাট ওয়ার্স ও তাদের পরিবারবর্গ এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা লাভ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধরুমঘাটায় গণটিকা কার্যক্রম উদ্বোধন