স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ র্যানকন এর অঙ্গ প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রোপার্টিস চট্টগ্রাম শিল্পকলা একাডেমি সংলগ্ন মোহাম্মদ আলী সড়কে নির্মাণ করেছে ‘স্বাধীনতার ম্যুরাল-৭১’। গত শুক্রবার স্বাধীনতা দিবসের দিন এই ম্যুরালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ম্যুরালটি উন্মোচন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন, সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, র্যাংকস এফসি’র এমডি ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন। এ সময় চট্টগ্রাম ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২২ ফুট দৈর্ঘ্যের এই ম্যুরালটির কনসেপ্ট পরিকল্পনা করেছেন প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ডিজাইন করেছেন ইনস্পেস এর স্থপতি রাহাত ইসলাম এবং নির্মাণ করেছেন চারুশিল্পী ফজলে রাব্বি।
ম্যুরালটির একপাশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী তুলে ধরার মুহূর্ত, অন্যপাশে মুক্তিযুদ্ধের বিজয় মিছিলের গৌরব। ম্যুরালটির সামনে দিয়ে পথচারীদের হাঁটার জন্য সিটি করপোরেশনের সহযোগিতায় ফুটপাত নির্মাণ করে দিয়েছে র্যাংকস এফসি প্রোপার্টিস। কোম্পানির এমডি ফাহিম ফারুক চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছরে তলাবিহীন ঝুড়ি থেকে এশিয়ার ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে বাংলাদেশ। যারা এই দেশটা আমাদের উপহার দিয়েছেন সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আমরা আমাদের সোশ্যাল রেসপনসিবিলিটি থেকে এই ম্যুরালটি নির্মাণ করে গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।