বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব বিলুপ্তির সুপারিশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি জনবান্ধব–মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে ‘পুলিশ কমিশন’ গঠন করারও আহ্বান রেখেছেন তিনি। পুলিশ সংস্কার কমিটির কাছে জমা দেওয়া সুপারিশমালা তুলে ধরতে গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন হাফিজ।
এলিট ফোর্স র্যাব গঠন করা হয় বিএনপি–জামায়ত জোট সরকারের আমলে ২০০৪ সালে। বাহিনীর সংস্কার না করে কেন বিলুপ্তি চাওয়া হচ্ছে জানতে চাইলে হাফিজ উদ্দিন বলেন, র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানেই একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন–গুম, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং অধিকাংশই এই র্যাব বাহিনীর মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার সুপারিশ করেছি। খবর বিডিনিউজের। বিলুপ্ত হলে র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এবং থানা পুলিশ যেন দায়িত্ব পালন করতে পরে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন হাফিজ। তিনি বলেন, এই মুহূর্তে যদি র্যাবকে বিলুপ্ত করা হয়, তাহলে জনগণের কাছে একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করছি।