চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাঁতী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
২৫ ও ২৭ ফেব্রুয়ারি বাকলিয়া এবং কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) র্যাব -৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন – চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রশিদ (২৪) এবং বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মনছুর আলম (৩৮)।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।