মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার আগুনঝরা বোলিংয়ের পুরস্কার মিলেছে র্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদে নারী ওয়ানডে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন মারুফা। ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান। মাত্র ২০ বছর বয়সেই মারুফা দেখাচ্ছেন দারুণ ধারাবাহিকতা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে দুর্দান্ত দুটি ইনসুইঙ্গারে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সাত ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। তার সেই স্পেলেই পাকিস্তান গুটিয়ে যায় ১২৯ রানে, এবং বাংলাদেশ জিতে নেয় ৭ উইকেটে। একই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কেড়েছেন রাবেয়া খানও। সাত ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট নেওয়ার সুবাদে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে আছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়ার ওপরে আছেন কেবল নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে দুটি উইকেট নেওয়া নাহিদা রয়েছেন ৯ নম্বরে, তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ব্যাটারদের র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। বর্তমানে ২৭ নম্বরে আছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনও তিনিই সেরা অবস্থানে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ২৩ রান করেন নিগার। অন্যদিকে বৈশ্বিক তালিকায় নতুন অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। ব্রিটস দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠেছেন। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ১০১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী এই ওপেনার।