বান্দরবানের রোয়াংছড়িতে এক বৈদ্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। নিহতের নাম মংচাই (৩৯)। তার বাড়ি রোয়াংছড়ির কদমপ্রু পাড়া এলাকায়। গতকাল মঙ্গলবার বিকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়া-কদমপ্রু পাড়া সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, পাহাড়ের একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মংচাই মারমাকে গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে চলে যায়। লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উথোয়াই জানান, বড়ইতলী এবং কদমপ্রু পাড়ার মাঝামাঝি এলাকায় আমার পাড়ার এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি পেশায় জুম চাষি। পাশাপাশি তিনি জাদুটোনা বা বৈদ্যের কাজও করতেন বলে জানতে পেরেছি। প্রতিবেশীরা গুলির শব্দ শুনলেও কী কারণে, কারা তাকে হত্যা করেছে বিষয়টি বলতে পারছি না। স্থানীয় একটি সূত্রের দাবি, বৈদ্যের কাজ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। দুটি পাড়ার মধ্যবর্তী এলাকায় চলাচলের রাস্তার পাশেই পড়েছিল গুলিবিদ্ধ লাশটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী কে বা কারা বিষয়টি এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।