‘রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওগুলোর ব্যয়ের হিসাব চাওয়া হবে’

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

সরকার রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন এনজিওগুলোর ব্যয়ের হিসাব চাইবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, অভিযোগ আছে তারা (এনজিও) উগ্রবাদীদের অর্থায়ন করে। সেটা তদন্তের জন্য এনজিওগুলোর ব্যয়ের হিসাব প্রয়োজন। এ বিষয়ে পরিষ্কার হতে তাদের কাছে আইনিভাবে যেটা দেওয়া সম্ভব সেটা চাওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃক্সখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রোহিঙ্গা ক্যাম্প নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, রোহিঙ্গরা এ দেশ থেকে যেতে চায় না। তারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে সেজন্য কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ক্যাম্পে যে, মারামারি হানাহানি সৃষ্টি হয় সেসব বিষয়ে আইনশৃক্সখলা বজায় রাখতে আরও তৎপর হতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিও কার্যক্রম পরিচালনা করছে। তারা কতো টাকা পেলো তার স্টেটমেন্ট দিতে হবে। একই সঙ্গে কতো টাকা রোহিঙ্গাদের জন্য ব্যয় করে, আর টাকা বিতরণের সময় কর্তকর্তাদের ব্যয় কতো সে হিসাবও দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধএসে গেছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির ‘দরজা’