রোহিঙ্গা সন্ত্রাসী ধরতে গিয়ে মিলল ৪ কোটি টাকার আইস

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী ধরতে গিয়ে মিলেছে ৪ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস। এসময় অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জুবায়ের (৩৩) নামের ওই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গত রবিবার ৪ টার দিকে এই অভিযান চালায় র‌্যাব১৫।

গতকাল সোমবার দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। আটক মোহাম্মদ জুবায়ের উখিয়া বালুখালী ক্যাম্প১১ এর ব্লক/১ এর আব্দুর রশিদ আহম্মদের ছেলে। র‌্যাব জানায়, র‌্যাবের কাছে তথ্য আসে উখিয়া ঘাট কাস্টম এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে সিপিসি২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বশরের ভাঙারি দোকানের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে রোহিঙ্গা সন্ত্রাসী জুবায়ের। র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১টি দেশীয় তৈরী এলজি এবং ২ রাউন্ড পুরাতন শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ক্রিস্টালমেথ আইসের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, আটক জুবায়ের দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত। মিয়ানমার ও দেশের মাদক সিন্ডিকেটের মাধ্যমে আইসের চালান পাচারকারীদের দিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে যাওয়ার পথে টেক্সিতে ছিনতাইকারীর কবলে শিক্ষিকা
পরবর্তী নিবন্ধকোচিং বাণিজ্যে পিএসসির চার কর্মকর্তা-কর্মচারী, নোটিস