কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাত থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশন সংলগ্ন লাল পাহাড়ে ক্যাম্পে অগ্নিসংযোগকারী আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের এ অভিযান চলমান বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।
গ্রেফতার অভিযান এখনো চলমান জানিয়ে তিনি বলেন, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।