টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীর শালিস সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘবদ্ধ রোহিঙ্গারা এক উপ মাঝিকে অপহরণের পর রক্তাক্ত জখম করেছে।
জানা যায়, গত ২২ মে রাত ৮ টার দিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিকের বাসা থেকে নারী সংক্রান্ত একটি শালিস করে ফেরার পথে ১০/১২জন রোহিঙ্গা দুর্বৃত্ত ডি-১ ব্লকের বাসিন্দা জয়নাল উদ্দিনের পুত্র উপ মাঝি দিলদার হোসেনকে অপহরণ করে। এক পর্যায়ে তাকে ক্যাম্পের ব্লক-বি-২ এবং ব্লক-ডি-৪ এর মধ্যবর্তী পাহাড়ে নিয়ে মারধরের পর মাথা ও মুখমন্ডল রক্তাক্ত করে ছেড়ে দেয়। উক্ত ব্যক্তি ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা নেয়। কক্সবাজার ১৬ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান,এ ঘটনায় জিডি করে দুস্কৃতকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য এপিবিএন পুলিশের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।












