রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ৪:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক-উখিয়ার ক্যাম্প- ৪ ব্লক-ই/৪, মো. মুচির ছেলে সৈয়দ আলম (২৪)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর সকাল ৬ টার দিকে উখিয়া ক্যাম্প-০৪ এর ই/৪ ব্লকে ভিকটিমের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।

ওসি জানান, ‘রোহিঙ্গা ক্যাম্প-৪ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দ আলম নামের এক যুবককে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার বসতঘরে ডুকে ১০/১৫ জনের অজ্ঞাত দুর্বৃত্তদের দল গুলি করে হত্যা পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ক্যাম্প-০৩ এ অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।’

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই হবে একটি স্মার্ট আধুনিক মডেল উপজেলা : রুহেল
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা