টেকনাফে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী মুবারজান (৩৪) খুন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ স্বামী মো. জাফরকে আটক করেছে। বুধবার (৩ নভেম্বর) গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করছে পুলিশ ।
নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬নং ক্যাম্পের ব্লকঃ সি/৬ এর বাসিন্দা। নিহতের স্বামী জাফর নিজেই জবাই করে স্ত্রীকে হত্যা করেছে বলে জানিয়েছেন পাশের রোহিঙ্গারা। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।