কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড বুলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে এপিবিএন সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি হলো উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মোঃ হোসেনের ছেলে ইউনুছ প্রকাশ মাতু।ধৃত আসামি দীর্ঘদিন পলাতক ছিল।
শনিবার (৬ এপ্রিল) ভোরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকার ডিমান্ড এর মোড়ের পূর্ব পাশে ডি ব্লকের পানির ট্যাংকির পার্শ্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান।
তিনি আরো বলেন, ধৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে রয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। আসামির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়।