রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই শতাধিক ঘর, শিশুর মৃত্যু

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভিতর পুড়ে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়।

আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। নিহত শিশু টেকনাফ ক্যাম্প ২৬ এর জি-২ ব্লকের মো. ইব্রাহিমের মেয়ে আয়েশা সিদ্দিকা (৫)।

এ ব্যাপারে নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে টেকনাফ নয়াপাড়া মুচনী ২৬ নম্বর ক্যাম্পে জি ব্লকে আগুন লাগে। পরে রোহিঙ্গারা ও ক্যাম্পের ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে নিজ বসতঘরের ভিতরে আয়েশা সিদ্দিকা নামে এক শিশু পুড়ে মারা যান । এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৩ জন।

টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মো. মোস্তাক আহমেদ জানান, ২৬ নম্বর ক্যাম্পে আগুনে পুড়ে ১ শিশু নিহত, আহত ৫ জন, নিখোঁজ ৩ জন এবং দেড় শতাধিক বস্তি ঘর পুড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্যের জন্য আমরা কাজ করছি। 

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম আইটি ফেয়ার শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধখেজুরের রস পান করতে গিয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর