রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত : তদন্ত কমিটি

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের দুই হাজারের বেশি ঘর ভস্মীভূত হওয়ার ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা বলে জানিয়েছে গঠিত তদন্ত কমিটি। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান এ তথ্য জানান। প্রতিবেদনে ১০ দফা সুপারিশ করা হয়েছে। এ সময় তদন্ত কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, কিছু সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। তবে কারা আগুন লাগিয়েছে তাদের সঠিক নাম পরিচয় শনাক্ত করতে পারেনি কক্সবাজারের জেলা প্রশাসনের গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি। এ ঘটনায় মামলার পর তদন্ত করে জড়িতদের শনাক্ত করা জরুরি বলে প্রতিবেদন দাখিল করেছে কমিটি।

তদন্ত কমিটির প্রতিবেদনে মামলা দায়েরসহ নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ ১০টি সুপারিশ করা হয়েছে। ৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে নানা প্রমাণপত্র হিসেবে ৭৪টি পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি অন্তত ৫০ জন রোহিঙ্গাসহ সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়েছে। এসব রোহিঙ্গারা এটাকে পরিকল্পিত নাশকতা মনে করেন। এসব রোহিঙ্গারা যে সব তথ্য দিয়েছে, যে নাম পাওয়া গেছে তাতে ভিন্ন ভিন্ন নাম বলেছে। ফলে এদের শনাক্ত করা কঠিন। তাই মামলার পর তদন্ত করে তাদের শনাক্ত করার পক্ষে মতামত দিয়েছে তদন্ত কমিটি।

আবু সুফিয়ান আরও বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় লাগে। এ অল্প সময়ের মধ্যে একাধিক স্থানে আগুন লেগেছে। এটা নাশকতার প্রমাণ করে। একইসঙ্গে অগ্নিকাণ্ডের আগের দিন ওই ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এটাও নাশকতা প্রমাণ করেছে।

ক্যাম্পের রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা করলে অনেকেই তাদের নিষেধ করেছে এটা সত্য। তবে এটা কৌশলে হয়েছে। উল্লেখ্য যে, গত ৫ মার্চ দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধরুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধআগামী মাসেই জঙ্গল সলিমপুরে বার্ডস পার্কের কাজ শুরু হবে