কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে আমর্ড ব্যাটালিয়ান পুলিশ। গত মঙ্গলবার রাতে উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের অভ্যন্তরে মধুরছড়া এলাকায় এ অভিযানের সময় দুই রোহিঙ্গা নারীকেও আটক করা হয়; যারা সম্পর্কে মা ও মেয়ে। পরে উখিয়া থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুতুপালং মধুরছড়া ১ (ইস্ট) ক্যাম্পের ব্লক-সি/১৭ এর বাসিন্দা মোহাম্মদ মোজাফ্ফরের স্ত্রী সখিনা খাতুন (৪৫) এবং তার মেয়ে তসমিন আরা (২০)। খবর বিডিনিউজের।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এসপি মো. আতিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের অভ্যন্তরে মধুরছড়া এলাকায় জনৈক মোহাম্মদ মোজাফ্ফর নামের এক ব্যক্তি বসত-ঘরে ইয়াবা লেনদেনের জন্য ৬ থেকে ৭ জন লোক অবস্থান করছে খবর পেয়ে এপিবিএন’র একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন লোক দৌঁড়ে পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে, মোহাম্মদ মোজাফ্ফরের বসত-ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে একটি প্লাস্টিকের বালতির ভেতর থেকে পলিথিন ও সাদা স্কচ টেপ মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ৪৮ হাজার ৭৮৫টি ইয়াবা। জিজ্ঞাসাবাদে তাদের আরো সাতজন সহযোগীর নাম প্রকাশ করেছেন বলে জানান এসপি।