রোসাংগিরিতে হতদরিদ্রদের উপহার সামগ্রী প্রদান

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তৃণমূল নেতাকর্মী ও হতদরিদ্রদের উপহার প্রদানের মতো ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন রোসাংগিরি ইউপি চেয়ারম্যান শোয়েব আলসালেহীন। গত ২৮ সেপ্টেম্বর রোসাংগিরি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। ইউপি চেয়ারম্যান শোয়েব আলসালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি নূর হোসেন, মুহাম্মদ আলমগীর, আওয়ামী লীগ নেতা মুফাচ্ছের হোসেন মানিক, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা, উত্তরজেলা কৃষকলীগের সমবায় সম্পাদক তারেখ নেওয়াজ পলাশ, আক্কাছ আলী, মহিন উদ্দীন, রিক্তিক দাশ, আলহাজ্ব নুরুল হুদা।ইউপি সদস্য রাজীব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাষ্টার মো. আলমগীর মোল্লা, মো. মোবারক হোসেন, মৌলানা ইয়াছিন রেজভী, মৌলানা কাজী নাসির উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সেলিম উদ্দীন,জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী,গোলাম মাওলা প্রেস বিজ্ঞপ্তি।

ইউপি সদস্য আবদুস শুক্কুর, মো. শফিকুর রহমান, মো. মুবিন শাহ, শফিউল আজম, আলী আকবর, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, বিজয়া সরকার, আশরাফ বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনারী প্রগতি সংস্থার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধলিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা