রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

১১ মাস পর ভ্রমণের জন্য উন্মুক্ত হচ্ছে দেবতাকুম

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম’সহ দর্শণীয় স্থানগুলো ভ্রমণে অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আগামী ২২ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবোচনায় গতবছরের (২০২৩) ১৬ মার্চ থেকে রোয়াংছড়ি, রুমা এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার দীর্ঘ চারমাস পর গনবিজ্ঞপ্তি জারি করে গতবছরের ১৪ই জুলাই রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হয়। দীর্ঘ ১১ মাস রোয়াংছড়ি উপজেলা ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারী থেকে প্রত্যাহার করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রোয়াংছড়ি উপজলোর রহস্যময় পর্যটন স্পট দেবতাকুম, শীলাবান্ধা ঝর্ণা, রাইক্ষ্যংপুকুর লেক, শিপ্পি পাহাড় চূড়া’সহ পাহাড়ের রহস্যময় দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে উঠল ফ্লোর প্রাইস, ‘তিন বিবেচনায়’ থাকল ৩৫টিতে
পরবর্তী নিবন্ধবাইকে করে দেড় কোটি টাকার ইয়াবা পাচার, ৩ কারবারি গ্রেপ্তার