রোমাঞ্চকর জয়ে প্লে-অফে তামিমের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

মোহাম্মদ নাঈম শেখের অসাধারণ সেঞ্চুরিতে ঢাকার জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল; কিন্তু শেষ মুহূর্তে ঢাকার সেই নিশ্চিত জয় কেড়ে নিলো বরিশাল। অসাধারণ এক লড়াই শেষে মাত্র ২ রানের রোমাঞ্চকর জয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলে তামিমের বরিশাল। বরিশালের সামনে সমীকরণ ছিল সহজ। যে কোন ব্যবধানে জিতলেই পেয়ে যাবে তারা সেরা চারের টিকিট। আর হেরে গেলে মেলাতে হতো অনেক সমীকরণ। সেই পথে যেতে হয়নি বরিশালকে। ঢাকার বিপক্ষে ২ রানের জয়ে সরাসরি প্লে-অফে পৌঁছে গেছে তামিম ইকবালের দল। একমাত্র দল হিসেবে পাঁচ দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিলো রাজশাহী। গতকাল বরিশালের ১৯৩ রানের জবাবে নাঈম শেখের সেঞ্চুরিতে জবাবটা দারুণ দিচ্ছিল ঢাকা। কিন্তু শেষদিকে আর পারেনি তারা। ফলে তৃতীয় অবস্থানে থেকেই লিগ শেষ করল ঢাকা। রান তাড়া করতে নেমে শুরুটা প্রত্যাশামাফিকই করেন দুই ওপেনার সাব্বির রহমান ও নাঈম শেখ। কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করে ঢাকা। এরপর ঢাকার ইনিংসে আসে সোহরাওয়ার্দি শুভর হামলা। নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন ১১ বলে ১৯ রান করা সাব্বির রহমানকে। পরের ওভারে নেন জোড়া উইকেট, আউট করেন মুশফিকুর রহীম (৭ বলে ৫) ও আলআমিন জুনিয়রকে (২ বলে ০)। ইনিংসের নবম ওভারের মধ্যে মাত্র ৬২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। তবে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন দুই তরুণ নাঈম শেখ ও ইয়াসির রাব্বি। যেখানে স্বাভাবিকভাবেই আগ্রাসী ছিলেন নাঈম, হাঁকান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি নাঈম। আউট হয়েছেন ব্যক্তিগত ১০৫ রানে, ৬৪ বলের ইনিংসটি সাজান ৮ চার ও ৭ ছয়ের মারে। নাঈমের বিদায়ে ভাঙে ইয়াসিরের সঙ্গে গড়া ১১০ রানের চতুর্থ উইকেট জুটি। একপর্যায়ে ১৩ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ৯৭ রান। সেখান থেকে ১৮.২ ওভারে আউট হওয়ার দলকে ১৭২ রানে পৌঁছে দেন নাঈম। শেষ দুই ওভারে জয়ের জন্য ২৩ রান বাকি ছিল ঢাকার। সুমন খানের ১৯তম ওভারে নাঈম আউট হওয়ার পাশাপাশি আসে মাত্র ৬ রান, ফলে শেষ ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ১৭ রান। কামরুল রাব্বির করা এই ওভারে দুইটি ছক্কা মারলেও ১৪ রানের বেশি নিতে পারেনি ঢাকা। হারলেও ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান নাইম। এর আগে আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার বিপক্ষে ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়ে বরিশাল। গতকাল শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করা বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাও দারুণ করেন বরিশালের দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবাল। ৭.২ ওভারে তারা ৫৯ রানের জুটি গড়েন। তামিম আল-আমিনের বলে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন। মাঝে পারভেজ হোসেন ইমন ১৩ রানে মুকতার আলীর বলে বিদায় নেন। হাফসেঞ্চুরি করে রুবেল হোসেনের বলে আউট হন সাইফ। তিনি ৪৩ বলে ৮টি চারে ৫০ রান করেন। তবে এরপরেই শুরু হয় আফিফ ও হৃদয়ের পথচলা। এই জুটি ঝড়ো ব্যাট চালিয়ে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। আফিফ ২৫ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫০ করে অপরাজিত থাকেন। আর ২২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন হৃদয়। ঢাকার হয়ে রুবেল, আল-আমিন ও মুকতার একটি করে উইকেট দখল করেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্লে-অফের সময় সূচি
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত হলেন অধিনায়ক জামাল ভুইয়া