কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফুটবল কিংবদন্তী রোনালদিনিয়ো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার বুধবার সন্ধ্যায় গণভবনে যান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন সেখানে। রোনালদিনিয়ো নিজের সই করা ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন শেখ হাসিনা ও শেখ রেহানাকে। হলুদ রঙের সেই জার্সির পেছনে লেখা ছিল ‘জয় বাংলা’। আর প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি উপহার পান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের বিপুল সংখ্যক ভক্ত আছে, সে কথা প্রধানমন্ত্রী তাকে বলেছেন। বিশ্বকাপের সময় এটা আরও বেশি দেখা যায়।’ সাক্ষাতের সময় রোনালদিনিয়োর ফুটবল দক্ষতার প্রশংসা করেন শেখ হাসিনা। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন। দেখা করার সুযোগ দেওয়ায় রোনালদিনিয়ো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন বলে জানান প্রেস সচিব। বুধবার বিকেল পৌনে ৪টায় কলকাতা থেকে ঢাকা পৌঁছান গ্রেমিও, বার্সেলোনা, পিএসজি, এসি মিলানের সাবেক এই ফুটবলার। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান হোটেল র্যাডিসনে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা। রাতে র্যাডিসনে ভক্ত ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার ভোরে ঢাকা ছাড়বেন রোনালদিনিয়ো।