রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জ্ঞান আহরণ প্রতিযোগিতা

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৫৭ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে গত ২৫ সেপ্টেম্বর জ্ঞান আহরণ প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলমের পৃষ্ঠপোষকায় এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম।

শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় যোগ দেয়। ৩১ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীগণ ‘আহরণ’ শব্দটির সমার্থক শব্দ চিন্তা করে বের করে। প্রতিযোগিতায় অংশ নেয় গোলাপ দলের মিশকাত, মুন্না বড়ুয়া, তাছমিন, ইমতিয়াজ, আদিত্য, হামেদ মোস্তফা, রায়হান, সুমাইয়া এবং শাপলা দলের মিতু, জান্নাতুল মাওয়া, সাফিয়া, লিজা, সাবরিনা, নিতু, ফাহিমা, সামিরা প্রমুখ। প্রতিযোগিতায় গোলাপ দল বিজয়ী হয়। এতে সঞ্চালক ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সড়কে শৃঙ্খলা ফেরাতে অনলাইন বাস টার্মিনাল চালু
পরবর্তী নিবন্ধআগামী ২ অক্টোবর বলয়গ্রাস সূর্যগ্রহণ