রোটারী ক্লাব অব চিটাগাং নর্থের কার্যকরী পরিষদ গঠন

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং নর্থের ২০২২-২৩ রোটাবর্ষের কার্যকরী পরিষদ সম্প্রতি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ জুলহাস উদ্দীনকে সভাপতি এবং রোটারিয়ান রাশেদ মকবুলকে সাধারণ সম্পাদক করে নতুন রোটাবর্ষের কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিঠির অন্যান্যরা হলেন- ক্লাব ট্রেইনার রোটারিয়ান কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সদ্য অতীত সভাপতি রোটারিয়ান সৈয়দ জুলফিকার আলী নোমান, নির্বাচিত সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, সহ-সভাপতি রোটারিয়ান আনোয়ার আহমদ ও রোটারিয়ান মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক রোটারিয়ান শুভময় দাশ রাজু, কোষাধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহসিন লাবিদ, বুলেটিন সম্পাদক রোটারিয়ান মোহম্মদ আবদুল করিম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মোহাম্মদ আবদুল খালেক, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান আলিমুর রাজি রাসেল, মোহাম্মদ আবু বকর চৌধুরী, মোহাম্মদ আলী আজগর, শেখ মহিউদ্দিন মুকুট, প্রফেসর রেজাউল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির মানবিক সেবা তহবিলে সিএমপি কমিশনারের অনুদান
পরবর্তী নিবন্ধদেশের সব বড় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই সম্ভব হয়েছে