রাঙ্গুনিয়া উপজেলার রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে জ্ঞান আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলমের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। শিক্ষার্থীরা শাপলা ও গোলাপ দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ব্রেন স্টর্মিং প্রক্রিয়ায় শিক্ষার্থীরা আহরণ শব্দটির আগে কোন শব্দটি বসালে অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য সৃষ্টি হয় তা চিন্তা করে বের করে।
বিচারকাজ পরিচালনা করেন সহকারী শিক্ষক সুজন চন্দ্র দাস। গোলাপ দলের হামেদ, আয়শা, আশরাফুল, আদিত্য, মুশফিকা, রাইসা, জান্নাতুল, অজয় মধু আহরণ, খাদ্য আহরণ, সম্পদ আহরণ, কাঠ আহরণ, পানি আহরণ, তৈল আহরণ, মুক্তা আহরণ, তুলা আহরণ এবং শাপলা দলের লিজা, সামরিনা, মৌমিতা, সুমাইয়া, মুন্না, হৃদয়, তামজিদ, নিয়াম শক্তি আহরণ, প্রত্নতাত্ত্বিক দ্রব্য আহরণ, ফুল আহরণ, বই আহরণ, শব্দ আহরণ, লবণ আহরণ, চা পাতা আহরণ, খনিজ পদার্থ আহরণ প্রভৃতি বাক্যসমূহ গঠন করে। প্রতিযোগিতায় সমান নম্বর পেয়ে উভয় দল বিজয়ী হয়। প্রেস বিজ্ঞপ্তি।