রোটারি গ্রেটার চিটাগাংয়ের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের বার্ষিক সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ একটি ফার্মে গ্রেটার চিটাগাংয়ের দিন ব্যাপী আয়োজিত বার্ষিক সভা ক্লাব সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়। এসময় ক্লাব কর্মকর্তারা কুমিরায় সেনিটাইজেশন প্রকল্পের আওতায় এলাকবাসীর জন্য ৪টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১টি গভীর নলকূপ উদ্বোধন করেন।

প্রকল্প উদ্বোধন শেষে ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে সম্পন্ন হয় ক্লাবের সাধারণ সভা। সভায় ক্লাব প্রেসিডেন্ট বলেন, মানব দেহের সুস্থাতার জন্য সেনিটাইজেশন ও বিশুদ্ধ পানি অপরিহার্য। তিনি বলেন, সুস্থা দেহ সবল মন গঠনের জন্য শারীরিক সচেতনতা খুবই দরকার। সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, সৈয়দা কামরুন নাহার, মো. মিজানুর রহমান আপন, কোষাধ্যক্ষ মো. ইকরাম পাশা, মো. মনছুর মিয়া, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেন, সহ সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারিয়ান মোহাম্মদ হান্নান, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, ফারিহা তাবাসসুম, শেখ ফরিদ, তৌহিদুল ইসলাম লিমন, রোটারিয়ান জামাল উদ্দিন প্রমুখ। অতিথি ছিলেন পুলিশের সহকারী কমিশনার মো. আবুল কালাম, ওয়াফি চৌধুরী ও রোটারি পরিবারের সদস্যরা। বক্তরা বলেন, আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য সেনিটাইজেশন প্রকল্প ও নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষার কাজ শুরু হলো। মূলত তাদের সুরক্ষা দেওয়ায় রোটারিয়ানদের প্রাপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল চার বসতঘর
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন