রোটারি ক্লাব চিটাগাং এলিটসের সেলাই মেশিন বিতরণ

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:২৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং এলিটসে্র‌ নিয়মিত সভা ও সেলাই মেশিন বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুনির হাসান তমাল।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, রায়হান ইসলাম, মোহাম্মদ আব্দুর রহিম, মলকুতুর রহমান মুনির, তাহমিদুর রহমান, নাজমুল হাসান টুটুল এবং অ্যাডভোকেট আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন পিপি রোটরিয়ান আমিনুল হক বাবু।

তিনি বলেন, দুস্থ মানুষের কর্মস্থান সৃষ্টিতে সহযোগিতা করা কিংবা পাশে থাকা ইবাদত। রোটারিয়ানরা বিভিন্নভাবে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় তিনজন সুবিধাভোগী মহিলার মাঝে তিনটি সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় বায়ুদূষণ সচেতনতায় প্রচার অভিযান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বেপরোয়া যানবাহন চলাচলে জরিমানা