বায়েদজিদ লিংক রোডস্থ আল হেরা এতিমখানার গরীব, অসহায় ও এতিমদের জন্য ইফতার সামগ্রী হস্তান্তর করেন রোটারি ক্লাব অব বেঙ্গল সিটি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারিয়ান মমতাজুন্নেছা সুমা, সেক্রেটারি রোটারিয়ান মাহাবুব আলী হক, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নিয়াজ মাহমুদ। আরও উপস্থিত ছিলেন আল হেরা এতিমখানা অধ্যক্ষ মাওলানা মো. হাসান ও এতিমখানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং রোটারি ক্লাব অব বেঙ্গল সিটি চট্টগ্রামের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।