ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ তকির হাট ফতেপুর গ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় গতকাল শুক্রবার রোটারি ক্লাব চিটাগং হেরিটেজ ও রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন একটি ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল অভিযাত্রীক পরিষদ ফটিকছড়ি। উক্ত চক্ষু শিবিরে
বিনা মূল্যে চক্ষু সেবা, চোখের ছানি অপারেশন, ডায়াবেটিস টেস্ট, ব্লাড পেশার নির্ণয় সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৭নং জাফত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউদ্দিন এবং রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, কাজি হাসানুজ্জামান সান্টু, আব্দুল কাদের বিপ্লব, ইকরামুল হুদা তানভীর, ফজলে রাব্বি সিনান, ইনসেফা হান্না ও শায়লা মাহমুদ। উক্ত চক্ষু শিবিরে অভিযাত্রিক পরিষদের কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।