রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের অভিষেক

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের ১২ তম অভিষেক হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেম্বার, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে গেস্ট অফ অনার সম্মাননা প্রদান করা হয়। রিসেপশন পার্সোনালিটি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান শোয়েব উদ্দিন খান। সদ্য অতীত সভাপতি অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি সভাপতির কলার পরিয়ে শোয়েব উদ্দিন খানকে দায়িত্ব অর্পণ করেন। প্রধান অতিথি চট্টগ্রামকে হিল সিটি, গ্রীন সিটি এবং ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সমাজের সকল পর্যায়ে রোটারিয়ানদের কার্যক্রমের প্রশংসা করেন।প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান রিদওয়ানুল করিম তুষার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের ইলিয়াস স্মৃতি সংসদের পুরস্কার
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজ গড়ার জন্য দরকার সাহিত্য-সংস্কৃতির নবজাগরণ