সিএমপি অফিসার্স ক্লাবে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর নিয়মিত সভা ও ঈদ শুভেচ্ছা বিনিময় সম্প্রতি অনুষ্ঠিত হয়। রোটারিয়ান এরশাদুল হক ইনভোকেশন পাঠ করেন। এরপর প্রেসিডেন্ট ইলেক্ট সাবিনা কাইয়ুম ট্রেনিং প্রোগ্রামের বিস্তারিত আলোচনা করেন। সভায় চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান জাহেদা আক্তার মিতা রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর বিভিন্ন মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন মাদ্রাসার এতিমখানার শিশুদের জন্য পানি বিশুদ্ধকরণ যন্ত্র প্রতিস্থাপন প্রকল্প এবং বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় পরিবারের জন্য মাসিক বাজার ব্যবস্থার উদ্যোগ সম্পর্কে। উপস্থিত ছিলেন খায়ের আহমেদ, আব্দুল মামুন বাহার, প্রবীর চন্দ্র সাহা, ইফতেখার উদ্দিন খান, আলী মাহবুব। বিশেষ অতিথি ছিলেন সাফায়েত শিহাব। প্রেস বিজ্ঞপ্তি।