রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ১ম সভা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের ২০২২-২৩ রোটা বর্ষের ১ম সভা ক্লাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর পারভেজের সভাপতিত্বে চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি তাঁর দায়িত্ব গ্রহণ করে পুরো এক বছর কিভাবে মানবতার কল্যাণে কাজ করবেন তার কর্ম পরিকল্পনা পেশ করেন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম এডিশনাল এরিয়া ডাইরেক্টর আবু হাসনাত চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর এমদাদুল আজিজ চৌধুরী, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর নূরে আলম সিদ্দিকী, ডেপুটি গভর্নর আরশাদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর মো. শহিদুল ইসলাম চৌধুরী, এসিস্ট্যান্ট ডিস্ট্রিক ট্রেইনার প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, রোটারি ক্লাব মেট্রোপলিটনের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন খান, রোটারি ক্লাব ডাউনটাউনের সভাপতি ফরহাদুল ইসলাম, এডভোকেট শওকত আওয়াল চৌধুরী, ডা. জয়নাল আবেদীন মুহুরী, ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, জামাল উদ্দিন শিকদার, এস এম জমির উদ্দিন, সৈয়দা কামরুন নাহার, মোহাম্মদ সালাহউদ্দিন, মো. বেলাল, ইকরাম পাশা, মিজানুর রহমান আপন, সৈয়দা সেলিনা সরোয়ার, শারমিন জাহান চৌধুরী, শামিনা শাহানুর, আলাউদ্দিন আলম, শওকত আকবর, জাহাঙ্গীর বাদশা, সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিভিন্ন জলাশয়ে মাছের উৎপাদন বেড়েছে
পরবর্তী নিবন্ধবাবার সামনেই চলে গেল মেয়ে